প্রকাশিত: Wed, Apr 5, 2023 9:12 PM আপডেট: Thu, May 15, 2025 1:11 AM
কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো ২ টি মৃত ডলফিন
আতকিুল আলম সোহলে : কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এসেছে দুটি মৃত ডলফিন। ডলফিনের দৈর্ঘ্য প্রায় ৮ ও প্রস্থ ৩ ফুট। অধিকাংশ শরীর পঁচে গেছে। বৃহস্পতিবার সকালে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ঝাউবন সংলগ্ন সৈকতে ডলফিন দু’টিকে দেখতে পায় স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন বিভাগকে খবর দেয়।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সৈকত থেকে গঙ্গামতি যাওয়ার পথে মৃত ডকপলফিন দু’টিকে পরে থাকতে দেখে। তাদের ধারনা জেলেদের জালে আটকা পরে কিংবা ট্রলিং জাহাজের সাথে ধাক্কা খেয়ে মারা যেতে পারে। পরবর্তীতে এ দু’টি জোয়ারের সময় তীরে ভেসে এসেছে।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, খবর পেয়ে ওখানকার বিট কর্মকর্তাকে মৃত ডলফিনটি মাটি চাপা দেওয়ার জন্য বলা হয়েছে।
আন্তর্জাতিক গবেষণা সংস্থার ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ, ইউএসআইডি ইকোফিশ-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, গত বছর ২২ টি মৃত ডলফিন সৈকতে ভেসে এসেছে। এ বছর এ দু’টি নিয়ে মোট ৪ টি মৃত ডলফিন কুয়াকাটার সৈকতে ভেসে আসে। দু’টি ডলফিনের মধ্যে একটি ইরাবতী প্রজাতির । দুর্গন্ধ না ছড়ায় এজন্য ব্লুগার্ডের সদস্যদের মৃত্যু ডলফিন দুটিকে মাটি চাপা দিতে বলা হয়েছে। তবে জীববৈচিত্র্য রক্ষায় সমুদ্রগামী জেলেদের নিয়ে এ সংস্থা কাজ করছে বলে তিনি জানান।